নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
একদিকে গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে ব্যাপক। আবার অনেক সময় রক্তের সঙ্কটও দেখা যায়।তবে এবার মহামারী করোনার জেরে মানুষ গৃহবন্দী। ফলে প্রতি বছর এই গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন ক্লাব সংগঠনগুলি রক্তদানের মতো কর্মসূচি করতো। কিন্তু এবারে তা একপ্রকার করোনার আতংকের জেরেই বন্ধ রাখতে হয়েছে এ সকল কর্মসূচি ।
তাই প্রশাসন থেকে বারংবার বিভিন্নভাবে প্রচারও যেমন করা হচ্ছে। আবার কখনও জেলার পুলিশ সুপার কিংবা জেলাশাসক স্বয়ং শিবিরে গিয়ে রক্তদান করে আসছেন।তাই শনিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও ভগবানপুর থানার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিল রক্তদানের এই বিশেষ অনুষ্ঠান।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে দমকলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে এলাকায়
এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখ্যোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এগরার এসডিপিও শেখ আকতার আলি, এগরার সিআই দেবাশীষ সরকার ও ভগবানপুরের ওসি প্রণব রায়।
তবে এ দিন আয়োজিত শিবিরে রক্তদান করে স্থানীয় থানার এক কর্মী প্রণব রায় জানান, ‘রক্তের সঙ্কট এখন চলছে। তার ওপর এখন আবার করোনার আতংক। তাই সরকারী নিয়ম নীতি মেনে, নির্দিষ্ট দূরত্ব মেপেই রক্তদনের আয়োজন করা হয়েছে’।এদিন সরকারী নিয়ম মেনে মোট ৩০ জন রক্তদান করেন বলে পুলিশ সূত্রের দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584