মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা…” এই মন্ত্রে ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন করে আপামর বাঙালি। ভাইয়ের মঙ্গল কামনা সারাদিন, সারাবছর করলেও পঞ্জিকায় উল্লিখিত ভাইফোঁটার দিনে ঘরে ঘরে বোনরা ভাইদের মঙ্গলকামনায় ভাইফোঁটার অনুষ্ঠান আয়োজন করে।
এই অনুষ্ঠানে মেতে উঠতে বাকি থাকেন না রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড় কিংবা অভিনেতা কিংবা অন্য কোনও মহলের কর্তাব্যক্তিরাও।
সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকেও এদিন দেখা গেল অন্যভাবে। ভাইয়ের কপালে চন্দনের টিকা পরিয়ে ভাইয়ের মঙ্গলকামনা করলেন দিদি ইমন। শুধু তাই নয়, ছিল গান ,আড্ডা।
আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে পুলিশ কর্মীদের ভাইফোঁটা
সেই গানে ইমনের সঙ্গে গলা মেলান ভাই পোখরাজ চক্রবর্তীও। তিনি বলেন- “দিদির আশীর্বাদ নিয়েই সঙ্গীতজীবনের বাকিটা পথ এগোতে চাই”।
সবমিলিয়ে ভাইদের সঙ্গে বেশ হৈ হৈ করেই ভাইফোঁটা উদযাপন করলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584