নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বামফ্রন্টের কৃষক সংগঠনের ডাকা বন্ধ ও পুলিশের অত্যাচারে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার জোড়া বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে গোটা ফালাকাটা ব্লক জুড়ে।
আজকের বন্ধে প্রভাব পড়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারেও। আজ জটেশ্বর বাজারের সাপ্তাহিক হাটবার। তবে এদিনের বন্ধের জেরে যানবাহন থেকে দোকানপাট প্রায় সবই বন্ধ রয়েছে। বন্ধ সমর্থকরা জটেশ্বর বাজারে সকাল থেকে পিকেটিং করছে বলে সূত্রের খবর। এলাকার সর্বত্র পুলিশ মোতায়েন রয়েছে ।
আরও পড়ুনঃ প্রয়াত মেদিনীপুরের প্রবীণ তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী
বিজেপির আলিপুরদুয়ার ১৩ নং মন্ডলের সম্পাদক সুব্রত সাহা জানান, ” বিগত দিনেও নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর পুলিশ অমানবিক অত্যাচার চালিয়ে ছিল। গতকালের উত্তরকন্যা অভিযানে সেই ছবি বদল হয়নি। পুলিশের অতি তৎপরতার বলি হতে হয় তাদের কর্মী উলেন রায়কে। আর সে কারণে আজ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সাথে সাথে জটেশ্বরও ১২ ঘন্টা বন্ধ পালন করা হচ্ছে। এদিন তার সমর্থনেই এই মিছিল ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584