সুদীপ পাল, বর্ধমানঃ
রাষ্ট্রয়াত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়ামের বিলগ্নিকরণ সিদ্ধান্তের বিরোধিতা করে কাঁকসার রাজবাঁধে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি ধর্মঘটে নামল।
সিটু, আইএনটিইউসি কর্মী-সমর্থকরা বলছেন, দেশজুড়ে বিভিন্ন প্লান্টে এই ধর্মঘটে সামিল হয়েছেন শ্রমিক কর্মীরা। শুধু তেলের ডিপো নয়, গ্যাস প্লান্টের কর্মীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। ধর্মঘটের জেরে কোনও কর্মী কাজে যোগ দিতে পারেননি। তাছাড়া তেলের ট্যাঙ্কার, গ্যাসের গাড়িও প্রবেশ বা প্রস্থান নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুনঃ ভোটের ফলাফল নিয়ে অশান্তি পাঁচখুরিতে, অভিযোগ বোমাবাজিরও
কেন একটি রাষ্ট্রীয় সংস্থাকে বিলগ্নিকরণ করা হচ্ছে তা প্রশ্ন তুলছেন শ্রমিক নেতারা। আইএনটিইউসি নেতা শংকর দাস, সিটু নেতা স্নেহাশীষ মন্ডল মনে করেন, কেন্দ্রীয় সরকার একটির পর একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার চক্রান্ত করেছে।
নতুন শিল্প স্বপ্ন দেখালেও আদতে নরেন্দ্র মোদি ব্যর্থ। নতুন শিল্প তো হচ্ছেই না উল্টে পুরনো সংস্থাগুলিকে বিক্রি করা হচ্ছে। পুরনো সংস্থা বিক্রি হলে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হবে বলে নেতাদের আশঙ্কা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584