ত্রিকালদর্শী লোকনাথের তিরোধান দিবসে ভাস্বরের অনন্য উদ্যোগ

0
680

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আজ ১৯ জৈষ্ঠ্য। বাঙালির ঘরে ঘরে পূজিত হচ্ছেন ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ। সেই উপলক্ষে এক সামাজিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এবং তাঁর উদ্যোগে তৈরি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপর্ণা ফাউন্ডেশন’।

foods distribute | newsfront.co

baba loknath | newsfront.co

এলাকার ১৫০ জনের বেশি মানুষের মুখে খাবার তুলে দিল ‘অপর্ণা ফাউন্ডেশন’। নিজের মায়ের নামে এই স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন ভাস্বর।জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে প্রাপ্তবয়সি লোকনাথের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবং জনপ্রিয়ও হয় সেই চরিত্র।

bhaswar chatterjee | newsfront.co

covid relief | newsfront.co

আরও পড়ুনঃ পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের গ্রিন তবলা

অভিনেতা ভাস্বর নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন – “আমি নিজেকে ধন্য মনে করি বাবার চরিত্রে অভিনয় করতে পেরে, বাবার আশীষ না থাকলে হতনা।”বেশ কিছুদিন ধরেই এহেন নানা সমাজসেবামূলক কাজে ব্যস্ত আছেন অভিনেতা ভাস্বর। পাশে পেয়েছেন আরও বহু মানুষকে। সকলকে নিয়ে তাঁর এহেন অভিযান চলছে চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here