রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধনে ডোমকল মহকুমা

0
186

কাজীনূর জগতশেঠ ,নিউজফ্রন্ট,মুর্শিদাবাদ:

মায়ানমারের রাখাইন রাজ্যের মংডুর কাছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া একটি গ্রাম (ছবি- রয়টার্স)।

বার্মাদেশে অসহায় রোহিঙ্গাদের উপর সেদেশের সেনারা একদিকে যেমন অত্যাচার চালিয়ে যাচ্ছে,  ঠিক তেমন আকারেই প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে বিশ্বের নানান প্রান্ত থেকে।

এদিক থেকে মুর্শিদাবাদ জেলা অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছে। গত কয়েকদিন থেকে জেলার বেলডাঙ্গা থানায় যেভাবে মায়ানমারে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের গনহত্যার প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছিল, এবার তার রাশ এসে পড়ে জেলারই আরো একটি মহকুমায়। আজ ডোমকল মহকুমার অন্যতম ইসলামিক সংস্থা (ISRA) মায়ানমারে গনহত্যা ও রোহিঙ্গাদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে এক মহাসমাবেশের আয়োজন করে।

এদিন দুপুর থেকে মহকুমার বাস টার্মিনাসে জেলার বিভিন্নপ্রান্ত থেকে মানবদরদী মানুষ  জমায়েত হতে শুরু করে। সভার কাজ চলাকালীন মঞ্চে উপস্থিত হন এলাকার বিশিষ্ট বিদ্বজন ও ধর্মীয় সম্প্রদায়ের বিখ্যাত উলামায়ে কেরাম। তবে সব জায়গার মতোই এদিন প্রতিবাদ মঞ্চে এসে উপস্থিত হয় বেলডাঙ্গার থানার অন্যতম প্রসিদ্ধ সংস্থা ‘ জাগরণ মঞ্চ’। পথসভা ও মিছিলের মাধ্যেম মঞ্চের অনুপ্রবেশ মজলিসে জৌলুস বয়ে আনে।

চলছে ত্রাণ সংগ্ৰহ।

প্রতিকূল আবহাওয়াকে অতিক্রম করেই মানুষ মায়ানমারের সাধারণ মানুষের প্রতি সমবেদনা দেখাতে থাকে। এদিনের মঞ্চের উপস্থিত ছিলেন ইসলামিক স্যোস্যাল রিফর্মার অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তা, সর্বভারতীয় মুসলিম পার্টির জেলা সম্পাদক আবুল হোসেন মোল্লা, জাগরণ মঞ্চের সম্পাদক তাজমত সেখ, বিশিষ্ট বিদ্বজন জাফেরুল্লা সাহেব প্রমুখ।

বক্তব‍্যরত আবুল হোসেন মোল্লা।

মঞ্চের পক্ষ থেকে জনগণের কাছে রোহিঙ্গারদের সাহায্যের জন্য মুক্ত হস্তে দান করার আহ্বান জানানো হয় এবং গ্রাম থেকে শহর সর্বত্র রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here