গৌরী লঙ্কেশের হত্যার প্রতিবাদে পথে মেদিনীপুরের শিক্ষকসমাজ

0
124

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

মুক্তমনা সাংবাদিক,প্রবীণ সমাজকর্মী গৌরী লঙ্কেশেরের হত্যার প্রতিবাদে পথে নামলেন মেদিনীপুরের প্রগতিশীল শিক্ষকসমাজ ।বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রাজপথে মৌন মোমবাতি মিছিলে সামিল হলেন শিক্ষক,শিক্ষিকা, শিক্ষাকর্মীরা।

চলছে মোমবাতি মিছিল।

এবিটিএ,এবিপিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল শুরু হয় এবিটিএ-এর রবীন্দ্রনগরস্থিত জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে । সেখান থেকে ক্ষুদিরাম মোড়, বিদ্যাসাগর মূর্তির পাদদেশ, পঞ্চুর চকের রবীন্দ্র মূর্তির পাদদেশ হয়ে অরবিন্দ শিশু উদ্যানের নিকট গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়। উপস্থিত ছিলেন বিপদতারণ ঘোষ, ব্রজগোপাল পড়িয়া, পাপিয়া চৌধুরী, ভবেশ আদক, সুব্রত শিকদার প্রমুখ শিক্ষক নেতৃত্ব ।নীরব প্রতিবাদ ধ্বনিত হলো মোমবাতির শিখায় আর বুকে ঝোলানো প্রতিবাদী পোষ্টারে।

উল্লেখ্য কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে নৃশংস ভাবে খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ।এই হত্যার প্রতিবাদে মুখর গোটা দেশ।তাতে সামিল হলেন মেদিনীপুরের শিক্ষকরাও।অন্যদিকে বৃহস্পতিবারই গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদে বাম দল গুলির উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here