নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এবার নাসার শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত এক নারীকে বসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকেই বিডেনের নজরে রয়েছেন মার্কিন মুলুকবাসী ভারতীয়রা। এবার বিডেন নাসার শীর্ষপদে বসালেন ভারতীয় বংশোদ্ভূত ভাব্যা লালকে। সদ্য আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসার চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন ভাব্যা। সোমবার নাসার সংশ্লিষ্ট শীর্ষপদের ভার তাঁর হাতেই শোঁপলেন প্রেসিডেন্ট বিডেন।
প্রসঙ্গত, এর আগে হোয়াইট হাউসে ক্ষমতা হস্তান্তর কিংবা পালাবদলের সময় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেনের হয়ে কাজ করেছেন ভাব্যা লাল। বিডেনের ‘ট্রানজিশন এজেন্সি রিভিউ টিম’-এর সদস্যও ছিলেন তিনি।
সংশ্লিষ্ট বিষয়ে নাসার তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, “ইঞ্জিনিয়ারিং এবং মহাকাশ প্রযুক্তি নিয়ে প্রভূত অভিজ্ঞতা রয়েছে ভাব্যার। ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ইনস্টিটিউট-এ ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত কাজ করেছেন তিনি।”
আরও পড়ুনঃ ২০ হাজার টাকায় এক প্লেট বিরিয়ানি!
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন ভাব্যা লাল। এরপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর করে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এছাড়াও, ন্যাশনাল ওসিয়েনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক প্রশাসনের উপদেষ্টা কমিটির দায়িত্ব ২ বার সামলেছেন এই ভারতীয় বংশোদ্ভূত।
আরও পড়ুনঃ নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের মনোনয়ন
উল্লেখ্য, হোয়াইট হাউসের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি এবং ন্যাশনাল স্পেস কাউন্সিলে মহাকাশ প্রযুক্তির বিষয়ে ভাব্যার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং এর পাশাপাশি প্রতিরক্ষা গবেষণার সঙ্গে যুক্ত থাকার জন্যই যে নাসার অ্যাক্টিং চিফ অফ স্টাফ পদে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584