মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
সম্প্রতি হইচই-তে মুক্তি পেয়েছে সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘শব্দ-জব্দ’-এর টিজার। এই ওয়েব সিরজিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা রজত কাপুর।
এছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী পায়েল সরকার, মুমতাজ সরকার, কঙ্কণা চক্রবর্তী সহ আরও অনেকে। ‘শব্দ-জব্দ’-এর টিজার প্রকাশ্যে আসার পরই সেই টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিগ বি অমিতাভ বচ্চন।
এই ওয়েব সিরিজের লিঙ্ক পোস্ট করে টুইটও করেন তিনি। টুইটে তিনি লিখেছেন সিনেমার প্রতি কঙ্কণার ভালোবাসা, অ্যাওয়ার্ড উইনিং সিনেমা তৈরি করা এবং তারপর বর্তমানে এই ওয়েব সিরিজে অভিনয় করছেন কঙ্কণা।
এর জন্য গর্বিত বিগ বি। কঙ্কণাকে এভাবেই তার কর্মজীবনে আরও এগিয়ে যেতে বলেছেন তিনি। অমিতাভ বচ্চন-এর এই টুইট দেখে ভাষা হারিয়ে ফেলেছেন কঙ্কণা চক্রবর্তী।
টুইটারের মাধ্যমে স্বয়ং বিগ বি-র এহেন আশীর্বাদ পেয়ে খুশি কঙ্কণা। এর জন্য বিগ বি-কে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
হইচই-তে শীঘ্রই আসছে সৌরভ চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজটি। ‘শব্দ-জব্দ’ মূলত সাসপেন্স থ্রিলার। এই ওয়েব সিরিজের টিজারে দেখা যাচ্ছে প্রথমে একজন লেখকের সাথে পরিচয় করানো হচ্ছে। সেই লেখকের চরিত্রগুলি ও তার অবচেতন নিয়েই তৈরি হয়েছে ‘শব্দ-জব্দ’।
এখানে এই লেখকের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রজত কাপুর-কে। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজটির টিজার দর্শকের মন জয় করে নিয়েছে।
T 3422 – Kankana , came on as an Ef on Blog, passionate about films, studied in US, made Award winning film and now this ..
Proud of you .. keep moving
Poster and Teaser of her first Bengali Webseries as an actor. It’s called ‘Shobdo-Jobdo.”Teaser: https://t.co/dLmM4dE4ao
— Amitabh Bachchan (@SrBachchan) January 26, 2020
আর কিছুদিনের অপেক্ষা। তারপরই হইচই-তে মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ ‘শব্দ-জব্দ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584