নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুপ্রীম কোর্টে হার রিলায়েন্সের, রায় গেল অ্যামাজনের পক্ষে। আপাতত ফিউচার গ্রুপের সঙ্গে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের ব্যবসায়িক চুক্তি কার্যকর করা যাবে না, জানাল সুপ্রীম কোর্ট। সিঙ্গাপুরের আদালতও একটি মামলায় একই রায় দিয়েছিল। সেই রায় বহাল রাখল ভারতের শীর্ষ আদালত।
অ্যামাজন দুবছর আগে ফিউচার গ্রুপের অংশীদারিত্ব কিনেছিল। এর ফলে তারা ফিউচার গ্রুপের ‘ফিউচার কুপন’-এর ওপরেও অ্যামাজনের অংশীদারিত্ব হয়। কিন্তু ২০২০ সালে ফিউচার গ্রুপ তাদের খুচরো ও পাইকারি ব্যবসা-সহ বেশ কয়েকটি শাখা বিক্রি করতে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের সঙ্গে ২৪ হাজার ৭৩১ কোটি টাকার চুক্তি করে।
আরও পড়ুনঃ রেপো রেটের সাথে এমএসএফ রেটও অপরিবর্তিত রাখল RBI, হেরফের হবে না ইএমআই-এও
এরপরেই অ্যামাজন জানায় ফিউচারের অংশীদারিত্ব কিনতে প্রায় তারা ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। যে কারণে তাদের অনুমতি ব্যতিরেকে এ ভাবে অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া যায় না।
আরও পড়ুনঃ ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর
কারণ, এখানে অ্যমাজনের সম্পত্তিও রয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত আদালত অবধি গড়ায়। সিঙ্গাপুরের আদালত অ্যামাজনের পক্ষে রায় দেয়। বলা হয়, এ ভাবে রিলায়্যান্সের সঙ্গে চুক্তি কার্যকর করা যাবে না। শুক্রবার ভারতের শীর্ষ আদালতেও বিচারপতি নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ রায় দিল অ্যামাজনের পক্ষেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584