প্রতীতির বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান

0
130

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
দীপাবলি উৎসব নিয়ে যখন আপামর সাধারণ মানুষ খুশীর আনন্দে মাতোয়ারা তখন কালিয়াগঞ্জের ভ্রাম্যমান সাহিত্য,সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা তাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অভিনবত্বের ছোয়া এনে বিজয়া সম্মেলনের পরিবেশকে সঠিক রেখে শহরের সবুজায়ন নিয়ে অসাধরণ ব্যক্তব্য রাখলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা সম্প্রতি আন্তর্জাতিক স্তরে জুনিয়র বিজ্ঞানীর সম্মানে ভূষিত রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পাল।

পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা প্রদান। নিজস্ব চিত্র

অধ্যাপক ডঃ তাপস পাল শহরের সবুজায়ন নিয়ে অনেক অজানা তথ্য উপস্থিত শ্রোতাদের জানালেন, সাথে সাথে সতর্ক করে দিলেন এখুনি যদি আমরা নিজ নিজ শহরকে সবুজায়নের পথে নিয়ে যেতে চেষ্টা না করি প্রত্যেকে গাছকে পুত্র সন্তান মনে করে গাছের যত্ন না করি ,গাছ যদি যেখানে সেখানে না লাগাই তাহলে সামনের দিনগুলিতে আমরাই চরম অসুবিধার সম্মুখীন হব।অধ্যাপক ডঃ তাপস পাল ইন্দোনেশিয়ার সুরাভায়াতে সবুজায়নের মাধ্যমে কি ভাবে একটি শহরকে স্থিতিশীল শহর করা যায় তার ব্যাখ্যা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ দে,
বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রহ্লাদ মন্ডল,কল্যাণ কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মহুয়া আইচ।তবলা সঙ্গতে ছিলেন প্রতুল মজুমদার।এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ধিতশ্রী রায়,তাপস চ্যাটার্জি, যুথিকা ভৌমিক।

প্রতীতি র সংগীতানুষ্ঠান। নিজস্ব চিত্র

স্বরচিত কবিতা পাঠ করেন সঞ্চিতা মোদক,ডাক্তার অনাথ বন্ধু মহাতা,অনিন্দিতা চক্রবর্তী।আবৃত্তি করেন বিপুল কুমার মৈত্র।অনুষ্ঠানে ছড়া পাঠ করে শোনায় অংশুমান রায়,অনিক মোদক, আয়ুস সরকার।অনুগল্প পাঠ করে শোনায় নয়ন পাল।স্বরচিত প্রবন্ধ পাঠ করে শোনায় স্বর্ণালী ভৌমিক।অনুষ্ঠানে যাত্রার সংলাপ পাঠ করে শোনান বিশিষ্ট যাত্রা শিল্পী রবীন্দ্রনাথ কুন্ডু।নৃত্যে অংশগ্রহণ করে যথাক্রমে দেবর্পনা গোস্বামী, অনন্যা মোদক ও আয়ুসী সরকার। বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে সক্ষিপ্ত ব্যক্তব্য রাখেন মৃন্ময় কর।অনুষ্ঠানে প্রতীতির অন্যতম সদস্য তথা প্রতীতির পত্রিকা সম্পাদক ডঃ কাঞ্চন দে, প্রতীতির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাহিত্যিক রাজ কুমার জাজদিয়া সহ প্রতীতি র সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক তথা প্রতীতির কার্যকরী সভাপতি তপন চক্রবর্তীকে সম্বর্ধনা জানান রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ তাপস পাল।প্রতীতির সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন সংস্থার যুগ্ম সম্পাদক তথা বিশিষ্ট সাহিত্যিক অরুন কুমার দাস।প্রতীতির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রতীতির যুগ্ম সম্পাদক তথা বিশিষ্ট কবি প্রদীপ কুমার রায়ের বাস ভবনে।বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার স্থায়ী সভাপতি তপন কুমার চক্রবর্তী(প্রাক্তন শিক্ষক)।অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগমে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ দীপাবলির আগে শব্দ বাজির ব্যবহার রুখতে পদমিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here