নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা মেরে নদীতে পড়ে গেল মোটর সাইকেল। জনবহুল এলাকায় একাধিক বার এই দুর্ঘটনা ঘটায় ক্ষিপ্ত জনতা এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, এলাকায় বাম্পারের ব্যবস্থা করা হোক যাতে দুর্ঘটনা এড়ানো যায়।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লক এর জয়কৃষ্ণপুর এলাকায়। এই এলাকার মধ্য দিয়ে চলে গেছে রাজ্য সড়ক। জনবহুল এলাকা থাকার কারণে বহুবার এই এলাকায় এই ধরনের দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক মানুষ। এদিন জয়কৃষ্ণপুর বাসস্ট্যান্ডে এক মহিলাকে ধাক্কা মেরে নদীতে পড়ে যায় এক মোটরসাইকেল। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার মানুষ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা।
আরও পড়ুনঃ শহীদ পুত্রের স্মৃতি আঁকড়ে জীবনযাপন ঘোড়াই পরিবারের, মেলেনি সরকারি সাহায্য
এলাকাবাসীর দাবি, জনবহুল এলাকায় এই সব জায়গায় বাম্পার দেওয়া হোক অথবা ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক। এতে দুর্ঘটনা অনেকটাই কমতে পারে বলে এলাকাবাসীদের দাবি। তাদের মতে, ঝাঁ-চকচকে রাস্তা হওয়ার কারণে দ্রুত গতিতে চলাচল করে যানবাহন। যার ফলে ঘটে নানান দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাকে এড়াতে এমনটাই দাবি এলাকাবাসীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584