মনিরুল হক, কোচবিহারঃ
পথ দুর্ঘটনা এড়াতে ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ স্লোগানকে সামনে সচেতনতা মূলক বাইক মিছিল কোচবিহারে। রবিবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এই সচেতনতা মূলক বাইক মিছিল করা হয়। এদিন কোচবিহারের কাকরি বাড়ি এই মিছিল শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে আবার সেখানে গিয়েই শেষ হয়। এই বাইক মিছিলে কোচবিহারের ট্রাফিক ওসি রাহুল তালুকদার সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। এদিন শহরের বিভিন্ন জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে হ্যান্ড বিল বিলিও করা হয়।
কোচবিহারের ট্রাফিক ওসি রাহুল তালুকদার বলেন,“আমাদের জেলা পুলিশ সুপার কোচবিহারে পথ দুর্ঘটনা ঠেকাতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে হেলমেট বিহীন বাইক চালকদের ধরে ফাইন করছি। শুধু ফাইন করলেই হবে না, বাইক চালকদের সচেতন করাও দরকার। তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই সচেতনতা মূলক বাইক মিছিল করা হল। আমার আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পাব। মানুষ যথেষ্ট সচেতন। আর যারা এখন সচেতন নয় তাদের জন্যই আমরা আর বেশি করে বিভিন্ন রাস্তায়, চৌপথিতে চেকিং করব। পুলিশ সমাজের বন্ধু এটা মানুষকে বুঝতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584