‘নদী বাঁচাও সভ্যতা বাঁচাও’ স্লোগানে বাইক মিছিল মেদিনীপুরে

0
49

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

নদী সভ্যতা বাঁচানোর স্বার্থে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাধিক সংগঠনের উদ্যোগে কেলেঘাই নদীর ওপর দেহাটি সেতু থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় ৭০ জন বাইক আরোহী।

bike rally | newsfront.co
সচেতনার বার্তা প্রচারে বাইক মিছিল ৷ নিজস্ব চিত্র

বাইক আরোহীদের গলায় ঝোলানো ছিল “নদী বাঁচাও, সভ্যতা বাঁচাও” স্লোগানের ব্যানার। বাগুই খাল এবং কেলেঘাই নদীপথে পটাশপুর ও সবং এলাকার দীর্ঘ ৬৫ কিলোমিটারের ঐ বাইক মিছিল সাধারণ মানুষের কাছে সচেতনার বার্তা তুলে ধরে।

peoples | newsfront.co
উদ্যোগে সামিল ৷ নিজস্ব চিত্র

গত কয়েক বছর ধরে কেলেঘাই নদী ও বাগুই খাল সংলগ্ন এলাকায় কোথাও কোথাও নদীর গতিপথে বাধা তৈরি করে সেচদপ্তরের জায়গায় বাঁধ দিয়ে বেআইনি ভাবে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগে উঠছে। জলাভূমি ঘেঁষে ভেড়ি তৈরি করায় চাষযোগ্য জমির বাস্তুতন্ত্র যেমন ধ্বংস হচ্ছে।

আরও পড়ুনঃ কৃষি আইন প্রত‍্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূলের

তেমনি নদীর গতিপথে বাধা তৈরা করায় কৃষি জমিতে জল জমে আশঙ্কা তৈরি হচ্ছে। আবার ভেড়িতে রাসায়নিক প্রয়োগে জলাভূমি র কীটপতঙ্গ ধ্বংস হচ্ছে।এর প্রতিবাদে একাধিক পরিবেশপ্রেমী সংগঠনের উদ্যোগে ঐ বাইক মিছিল করা হয়।

ঐ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ-সম্পাদক ঝর্ণা আচার্য্য, মেদিনীপুর ছাত্রসমাজের কৃষ্ণগোপাল চক্রবর্তী, কোশিক কঁচ, পটাশপুর১ জীববৈচিত্র ব্যবস্থাপনা সমিতির চেয়ারম্যান সোমনাথ দাস অধিকারী সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here