নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
প্রতিবেশী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে লরি টোটো ও বাইকের সংঘর্ষে মৃত্য হল কলেজ পড়ুয়ার। তবে সামান্য আঘাত পেয়ে স্থানীয়দের সাহায্য সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় ওই পরীক্ষার্থী।বৃহস্পতিবার মালদহের ইংরেজবাজার থানার মাদিয়াঘাট এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে।মালদা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে গেলে মৃত্যু হয় ওই কলেজ পড়ুয়ার। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত কলেজ পড়ুয়ার নাম আদিত্য মন্ডল(২২)। বাবা অশোক মন্ডল। বাড়ি ইংরেজবাজার থানার নিয়ামতপুর এলাকায়।মৃত কলেজ ছাত্র মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। জানা গিয়েছে,বাড়ির পাশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রাজা ঘোষকে বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেতে যায় অদিত্য। রাজা নঘরিয়া স্কুলের ছাত্র।
আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয়ের কারনে দুর্ঘটনায় মৃত্যু ভ্যানচালকের
তার পরীক্ষা কেন্দ্র শোভানগর স্কুল।মালদা মানিকচক রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার সময় মাদিয়াঘাট এলাকায় একটি লড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ বাধে।টোটোটি উল্টে যায়।সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে বাইক।জখম হয় দুই আরহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিলকি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
পরীক্ষার্থী রাজার সামান্য চোট লাগে।প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।কিন্তু আদিত্যর আবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেলে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় তার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584