নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়ার বেলিয়াতোড়ে বাসের সঙ্গে মোটরবাইক সংঘর্ষে মৃত এক মোটরবাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম বিধান মাকুড় (৪৮)। মৃত ব্যক্তির বাড়ি সোনামুখী থানার অন্তর্গত ইছারিয়া গ্রামে।সকাল আটটা পনেরো নাগাদ বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার ভৈরবডাঙা এলাকায়। বাঁকুড়া বর্ধমান সড়কে দুর্ঘটনাটি ঘটে।
বাসটি বর্ধমান থেকে বাঁকুড়া যাচ্ছিলো। বাসটির ধাক্কায় সঙ্গে সঙ্গে মোটরবাইক আরোহী মারা যান। প্রত্যক্ষদর্শীরদের মতে, বাসের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে মোটরবাইকটি আগুনে পুড়ে যায়।বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টর পলাতক।
আরও পড়ুনঃ দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যু ঘিরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের
ঘটনাস্থলে বেলিয়াতোড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক হয়।মৃতদেহটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584