সিনেমার কায়দায় বাইক চুরি, ধৃত অভিযুক্ত

0
29

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

 

সোমবার রাতে একেবারে সিনেমার কায়দায় কুমারগ্রাম ব্লকের বারবিশা শান্তিবন এলাকা থেকে একটি বাইক চুরির ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কিছুক্ষনের মধ্যে ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতারও করে বারবিশা ফাঁড়ির পুলিশ।

chandan dabnath| newsfront.co
চন্দন দেবনাথ, বাইক মালিক। নিজস্ব চিত্র

এদিন বাইক মালিক চন্দন দেবনাথ বলেন , সন্ধ্যা বেলা বারবিশা শান্তিবন এলাকায় একটি ব্রিজে বাইক রেখে জাতীয় সড়কে যাই,  কয়েকজন বন্ধু সাথে কথা বলছিলাম সেই সময় এক ব্যক্তি চার-পাঁচবার বাইকের আশেপাশে ঘোরাঘুরি করে হাঠাৎ দেখি বাইক নিয়ে পালিয়ে যায় তারপর কয়েক জন মিলে ধাওয়া করি তারপর বাইক চোরটি পূর্বচকচকা এলাকায় দূর্ঘটনার কবলে পরে। পালিয়ে যাওয়ার সময় সংকোশ এলাকার এক ব্যক্তিকে সজরে  ধাক্কা মারে বাইক চোরটি ঘটনায় ওই ব্যক্তি আহত হন।

rescue bike| newsfront.co
উদ্ধার হওয়া বাইক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃসর্বধর্ম সমন্বয়ে তৃণমূলের মিছিল বালুরঘাটে

ঘটনায় তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । বাইক চোরটিকে উদ্ধার করে বারবিশা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। বাইকটিও উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে , ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  এই বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন  বলে  জানিয়েছেন বাইক মালিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here