নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০০২ সালে গুজরাতের বিলকিস বানো গণধর্ষণ কান্ডে আজীবন কারাদন্ডে দন্ডিত ১১ জন অপরাধীকে গোধরা জেল থেকে মুক্তি দেওয়া হল স্বাধীনতা দিবসে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এই গণধর্ষণের ঘটনায় দোষীদের মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল এবং কমিটির সুপারিশ মেনে এই ১১ জন অপরাধীকে মুক্তি দ দেওয়া হয়েছে।
২০০২ সালে গুজরাত দাঙ্গায় দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামে পৈশাচিক হামলা চালানো হয়। ঐ গ্রামের বাসিন্দা বিলকিস বানো, তাঁর মা ও বোনকে গণধর্ষণ করা হয়। উল্লেখ্য, বিলকিস বানো তখন অন্তঃসত্ত্বা ছিলেন শুধু তাই নয় তাঁর তিন বছরের শিশু কন্যাকে পাথরে আছড়ে মারে দুষ্কৃতীরা, ঘটনাস্থলেই মৃত্যু শিশুটির। এছাড়াও বিলকিসের পরিবার সহ গ্রামের ১৭ জন বাসিন্দাকে খুন করা হয়। গোটা ঘটনার তদন্ত করে সিবিআই। এটি ‘বিরলের মধ্যে বিরলতম’ অপরাধ এই আখ্যা দিয়ে দোষীদের কঠোর সাজার জন্য মুম্বাইয়ের সিবিআই বিশেষ আদালতে সওয়াল করে কেন্দ্রীয় সংস্থা। ২০০৮ সালে মামলার রায় ঘোষণা করে আদালত। মোট ১২ জন অপরাধীর আজীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত।
All 11 life imprisonment convicts in 2002 Bilkis Bano gang rape case walk out of Godhra sub-jail under Gujarat govt's remission policy: official
— Press Trust of India (@PTI_News) August 15, 2022
মামলা চলাকালেই এক অপরাধীর মৃত্যু হয়। বিগত ১৫ বছর ধরে জেলবন্দী ছিলেন বাকি ১১ জন দোষী। এই ১১ জনের একজন সম্প্রতি শীর্ষ আদালতে মুক্তির আবেদন জানান। গুজরাত সরকারকে বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই পঞ্চমহলের জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় এবং কমিটি সুপারিশ অনুযায়ী জেল থেকে মুক্তি পেয়েছেন ঐ ১১ জন আজীবন কারাদন্ডে দন্ডিত অপরাধী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584