মনিরুল হক, কোচবিহারঃ
পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের সূচনা করা হল পারডুবিতে। শুক্রবার পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে মাথাভাঙ্গা ২ নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় থেকে জয়ন্তীরহাট সংলগ্ন দোলং নদী পর্যন্ত তিন কিলোমিটারেরও বেশি পাকা রাস্তার কাজের সূচনা করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, পারডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বর্মন, মাথাভাঙ্গা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি তরফদার রায়, সভাপতি নৃপেন্দ্র নাথ বর্মন সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ বাবা মা থেকেও নেই, ঈশ্বরই ভরসা তপনের নাবালক সুশান্ত – প্রশান্তদের
জানা গিয়েছে, পারডুবি গ্রাম পঞ্চায়েতের ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙে বেহাল অবস্থায় রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচলতি মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।
অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, ১ লা অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে পথশ্রী প্রকল্পের অন্তর্গত ১২ হাজার কিলোমিটার রাস্তার কাজের কথা বলেন। এরই অঙ্গ হিসেবে এদিন মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবিতে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে ৩৫ লক্ষ ৭ হাজার টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজের সূচনা করা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584