অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
আর্বিভাবটা ছিল চমকপ্রদ। অনেকে আবার সচিনের থেকেও বড় ক্রিকেটারও বলতেন। কিন্তু যতদিন গিয়েছে শৃঙ্খলা না থাকার জন্য তলিয়ে গিয়েছেন। ক্রিকেট জীবনে তালা পড়েছে এবার সেই বিনোদ কাম্বলি ক্রিকেটে ফিরতে চান। আসতে চান আইপিএলে কোচিং করাতে।
এক সাক্ষাৎকারে কাম্বলি বলেছেন, “ প্রথম আইপিএলে শিনবোনে অস্ত্রোপচারের ফলে আমার পক্ষে দৌড়নো সম্ভব ছিল না। তাই আইপিএলে খেলার সুযোগ পেয়েও সরে যেতে হয়েছিল।
মুম্বই দল থেকে বাদ পড়লাম মনে হল আর ক্রিকেট বাকি নেই তারপরেই ক্রিকেট ছেড়ে দিলাম। আমার বাঁ পায়ের শিন জোড়া রয়েছে একটি লোহার পাত দিয়ে। আইপিএলে না খেলায় কোচিং করার ইচ্ছে রয়েই গেছে। যে কোনও দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করার সুযোগ পেলে খুব ভাল লাগবে।”
আরও পড়ুনঃ আমাদের বোলিং অস্ট্রেলিয়াকে স্বস্তিতে থাকতে দেবে নাঃ বুমরাহ
মডার্ন ক্রিকেটে কি তিনি কোচিং করাতে পারবেন!সেই উত্তরে জানান, “আমি এখন কার ফিটনেস নির্ভররপ্ত করেছি। ভারতের হয়ে খেলার জন্য চাপের মুহূর্তে অনেক অভিজ্ঞতা আছে আমার। সুযোগ পেলে সেগুলো এই প্রজন্মের নতুন ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেটা হলে আমার ভালো লাগবে।
আরও পড়ুনঃ সেঞ্চুরিয়নে বিশ্বকাপে সচিনের ইনিংসকেই সেরা বেছে নিলেন ইনজি
আর তাছাড়া আমি তো সচিন তেন্ডুলকরের ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত কাজ করছি এখন। আমাদের সময়ের খেলার সঙ্গে এখনকার ক্রিকেটের ফারাক অনেক বেড়ে গিয়েছে। আমাদের সময়ে ওয়ান ডে ক্রিকেটে প্রথম ১৫ ওভারেই বড় রান তোলার কাজটা সেরে ফেলতে হত। এখন চলে এসেছে কুড়ির ক্রিকেট।
এখানে পাওয়ার প্লে ব্যাপারটা সেই বড় রান তোলার সেরা সময় বলে বেছে নেওয়া হয়েছে। এই ভাবনাগুলো যখন আছে কোচিং করতে অসুবিধা হবে না।” এখন দেখার কাম্বলির ডাকে কোনো আইপি এল ফ্রাঞ্চাইজি সাড়া দেয় কি না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584