নিজস্ব চিত্র,মালদহঃ
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও চালু হল বায়োমেট্রিক হাজিরা ও অন লাইনে ছুটি পদ্ধতি। বুধবার থেকে মেডিক্যাল কলেজের আটটি বিভাগে চালু হল এই আধুনিক পদ্ধতি। বাকী বিভাগ গুলির পরিকাঠামো তৈরীর কাজ চলছে জোর কদমে। রাজ্যের বাকী মেডিক্যাল কলেজগুলিতেও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু করা হয়েছে এই আধুনিক পদ্ধতি।
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আগামি জুলাই মাস থেকে চালু হওয়ার কথা ছিল এই নতুন পদ্ধতির। কিন্তুু তার আগেই বেশ কিছু জায়গার পরিকাঠামো তৈরী হওয়ায় এদিন চালু করা হল এই পদ্ধতি। বাকী জায়গাই পরিকাঠামো তৈরীর কাজ চলছে। মেডিক্যাল সুত্রে জানা গিয়েছে আগামি কিছু দিনের মধ্যেই সমস্ত বিভাগে চালু হবে এই পদ্ধতি। এই বিষয়ে মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও সুপার অমিত কুমার দাঁ বলেন, নতুন এই পদ্ধতি চালুর ফলে চিকিৎসক থেকে বাকী কর্মীরা সঠিক সময় মত কাজে আসছেন কিনা তা ধরা পড়বে।
এই পদ্ধতি চালুর ফলে মেডিক্যালে কাজের মান বৃদ্ধি পাবে। চিকিৎসক থেকে মেডিক্যালের সমস্ত কর্মীদের নতুন পদ্ধতি চালুর ফলে এখন থেকে অন লাইনে ছুটি নিতে হবে। কোন কর্মী ডিউটিতে না আসলে বায়োমেট্রিকে তা নিজে থেকেই ছুটি হয়ে যাবে। নতুন নিয়মে হাজিরার বিষয়টিতে এবার থেকে স্বচ্ছতা বজায় থাকবে বলে আশাবাদী মেডিক্যালের আধিকারিক কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584