করোনা আতঙ্কে, বন্ধ খড়গপুর রেলের ওয়ার্কসপের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

0
270

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

একসময় এশিয়ার বৃহত্তম ওয়ার্কসপের মধ্যে অন্যতম ছিলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলের ওয়ার্কসপ। আর সেই ওয়ার্কশপে এবার করোনা ভাইরাসের আতঙ্কের জেরে বন্ধ হয়ে গেল বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাটেনডেন্স।

Kharagpur Railway Workshop | newsfront.co
নিজস্ব চিত্র

আর রেলের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাচ্ছে রেলের কর্মীরা। যেভাবে করোনা ভাইরাসের আতঙ্ক দিনের-পর-দিন ছড়িয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষে, তাকে মাথায় রেখে এবার রেলের এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে নয়া পদ্ধতিতে সতর্কবার্তা নবদম্পতির

biometric attandance system | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার শেষবারের মতন বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাটেনডেন্স দিয়েই ওয়ার্কসপ থেকে বের হন কর্মীরা। সোমবার ও মঙ্গলবার ওয়ার্কসপ ছুটি থাকার কারণে বুধবার থেকে খাতা পেনের মাধ্যমেই অ্যাটেনডেন্স নেওয়া হবে।

তৃণমূলের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু ওয়ার্কসপ নয় গোটা সাউথ ইস্টার্ন রেলওয়ে যতগুলি রেলের অফিস আছে তাতে বায়োমেট্রিক পদ্ধতি বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়ে তারা ইতিমধ্যেই ডিআরএম কে চিঠি দিয়েছে জানিয়েছে মেন্স তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অজয় কর। গতকাল সন্ধ্যা থেকে বন্ধ হয়ে গেছে বায়োমেট্রিক পদ্ধতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here