নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়৷ নিয়ে আসছেন পরিচালক মিলন ভৌমিক। এটি তাঁর নির্মিত দ্বিতীয় হিন্দি ছবি। এর আগে ‘১৯৪৬ঃ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ নামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োপিক বানিয়েছিলেন তিনি। কিন্তু বিষয়বস্তু নিয়ে বিতর্ক দানা বাঁধায় মুক্তি পায়নি ছবিটি।
এবার নিজের দ্বিতীয় ছবি ‘এক অওর নরেন’-এর কাজে হাত দেবেন ২৭ ফেব্রুয়ারি৷ মহরত সেদিনই৷ নরেন্দ্র মোদির চরিত্রে দেখা যাবে গজেন্দ্র চৌহানকে। প্রথমে এই চরিত্রের জন্য পরেশ রাওয়ালকে ভাবা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা ঠিক না থাকায় এই চরিত্রে এলেন গজেন্দ্র চৌহান।
আরও পড়ুনঃ মহানায়কের বায়োপিকে সুচিত্রার চরিত্রে ঋতুপর্ণা
ছবিটি ভোটের হাওয়ায় নির্মাণের পথে এগোলেও এখানে রাজনৈতিক দিক তুলে ধরা হবে না বলে জানা গিয়েছে। থাকবে ব্যক্তি মোদি’জির অরাজনৈতিক জীবনের গল্প। সেখানে কোনও দলীয় রঙের অস্তিত্ব নেই। সূত্রের খবর বলছে, এই ছবিতে যোগী আদিত্যনাথের চরিত্রে দেখা যাবে বাংলার সুদীপ মুখোপাধ্যায়কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584