নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সেনা বাহিনীর চিফ জেনারল বিপিন রাওয়াতকে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান(Chief of Defence Staff) বা সিডিএস পদে নিযুক্ত করা হল। সূত্রের খবর, প্রতিরক্ষা বাহিনীর প্রধান একজন ফোর স্টার জেনারল হবেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টা এবং নতুন সামরিক বিষয়ক বিভাগের প্রধানের দায়িত্বও সামলাবেন তিনি।
সোমবার সকালে প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদ তৈরির অনুমোদন দেয় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। জানানো হয়েছিল এই পদে বহাল থাকার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হবে ৬৫ বছর। এই প্রধান দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত দেবেন, যার মধ্যে থাকতে পারে অস্ত্র আমদানি, অস্ত্র নির্মাণ বা বাহিনীর বিভিন্ন কার্যকলাপ সংক্রান্ত বিষয়।
General #BipinRawat has been named the country's first #ChiefOfDefenceStaff (#CDS). The Chief of Defence Staff will be a four-star General, the principal military advisor to the defence minister, and head the new Department of Military Affairshttps://t.co/oJ1wj3MnhU pic.twitter.com/ziVknmRdPf
— ET Defence (@ETDefence) December 30, 2019
সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে প্রতিরক্ষা বাহিনীর এই প্রধান হিসাবে সেনাবাহিনী, বায়ু সেনা, বা নৌসেনা থেকে যে কেউ হতে পারেন।
আরও পড়ুনঃ প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান পদে আইনি সীলমোহর
উল্লেখ্য, লালকেল্লার ভাষণে প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদে নিয়োগের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে যৌথ পর্যায়ের কমিটি তৈরি করা হয়। সেই কমিটির রিপোর্ট অনুসারে অনুমোদিত হয় এই প্রতিরক্ষা প্রধানের পদ। সোমবার সেই রিপোর্টে সীলমোহর পড়ে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির।
তবে রাজনৈতিক মহলে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দু’দিন আগে একটি জনসমাবেশে চিফ জেনারল বিপিন রাওয়াত সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি একপেশে মন্তব্য করেছিলেন।
আরও পড়ুনঃ স্মার্টফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি ভারতীয় নৌসেনার
সিএএ-এনআরসি-র বিরুদ্ধে সরব হওয়া আন্দোলনকারীদের প্রসঙ্গ সরাসরি না টানলেও তাঁর ওই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল গোটা দেশে। আজ সকালে বিপিন রাওয়াতের নতুন পদে অধিষ্ঠানের পর প্রশ্ন উঠছে তাহলে কি মোদিকে সন্তুষ্ট করতেই দুদিন আগে ওই রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন তিনি?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584