সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবই, সিদ্ধান্ত বিজেপির দিল্লির নেতাদের

0
55

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেব আর থাকছেন কিনা সে নিয়ে তৈরি হচ্ছিল নানা জল্পনা। বিপ্লবের হঠাৎ দিল্লি সফর এবং তার পরেই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহা কে দিল্লিতে ডেকে পাঠানো এসব ঘিরেই উঠছিল নানা প্রশ্ন।

Biplab Deb
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার আলাদা বিমানে ত্রিপুরায় ফিরে মানিক সাহা জানালেন, এখনই মুখ্যমন্ত্রী বদলের কোনও পরিকল্পনা নেই দলের। বরং বিপ্লব দেবই মুখ্যমন্ত্রী পদে থাকছেন এমনটাই সাফ জানালেন তিনি। অনেকেই অনুমান করছিলেন, সুদীপ রায় বর্মন গোষ্ঠীর চাপে এবার মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো হতে পারে বিপ্লব দেবকে।

এমনকি সুদীপের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেও তেমনই ইঙ্গিত মিলেছিল। কিন্তু না, তেমন কিছুই ঘটলো না, ফলে ত্রিপুরায় বিজেপির গোষ্ঠীকোন্দল আরও মাথাচাড়া দেওয়ার আশঙ্কা দেখা দিল। ত্রিপুরায় ২০২৩-এ বিধানসভা নির্বাচন, এরই মাঝে সেখানে মাথাচাড়া দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাদের আন্দোলনের নিশানা বিপ্লব দেব।

ত্রিপুরার বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী মুখ্যমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে দাবি করেছিলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার উন্নয়নের স্বার্থেই মাসে দু’ থেকে তিন বার দিল্লিতে যান৷ যদিও এবার তাঁর দিল্লি সফরের প্রকৃত কারণ আমরাও জানি না৷’ তবে গেরুয়া শিবির সূত্রের খবর, সুদীপ রায় বর্মন গোষ্ঠীর সঙ্গে বিপ্লব দেবের সংঘাতের কারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে।

আরও পড়ুনঃ গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ

অন্যদিকে, সুদীপ রায় বর্মনের দলত্যাগ ও তৃণমূলে যোগদানের খবর ঘোরাফেরা করছে ত্রিপুরার রাজনীতির অলিন্দে। এই পরিস্থিতিতে বিপ্লব দেবকেই মুখ্যমন্ত্রী পদে রেখে দেওয়ার যে সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিল, তাতে দলীয় অন্তর্দ্বন্দ্ব ফের মাথাচাড়া দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিজেপির পছন্দ অনুযায়ী তৈরি, দাবি মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, এবছর ১৬ অগস্ট বাংলার সাথে সাথে দেশের বিভিন্ন রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই, সেই তালিকায় আছে ত্রিপুরাও। আবার ওই দিনই ত্রিপুরায় পাল্টা ‘আশির্বাদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দুই দলের দুই কর্মসূচি ঘিরে ত্রিপুরায় ওইদিন ফের অশান্তি ছড়ায় কিনা এখন সেই আশংকাই রয়েছে সাধারণ মানুষের মনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here