বিরাটী পঞ্চশীল ভাটিকা লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠান

0
287

তাপস চৌধুরী, বিরাটীঃ
স্বপ্ন যখন সত‍্যিকারের ডানা পায় তখনই প্রকৃত আকাশটিকে দেখা যায়।বিরাটী পঞ্চশীল ভাটিকা আবাসনে এরকমই একটি স্বপ্নের জন্ম হল গত ১৮ই নভেম্বর, তাঁদের বহু প্রতীক্ষিত পঞ্চশীল ভাটিকা লাইব্রেরী- এর উদ্বোধনের মধ্য দিয়ে‌।

প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা। নিজস্ব চিত্র

উদ্বোধন করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের কার্যকরী অধিকর্তা অধ্যাপক জয়ন্ত আচার্য মহাশয়। মূলত আবাসনের আবাসিকদের দানে বাংলা ও ইংরেজী মিলিয়ে মোটামুটি তিনশোর মতো বই দিয়ে লাইব্রেরীর শুভ সূচনা হল, এমনটাই জানালেন পঞ্চশীল ভাটিকা টাস্কফোর্সের পক্ষ থেকে পাঠাগার উপসমিতির অন‍্যতম আহ্বায়ক শ্রী বীরেশ্বর হালদার মহাশয়। একই সাথে প্রকাশ পেল আবাসিকদের নিজস্ব দেওয়াল পত্রিকা ‘প্রয়াস’-এর প্রথম সংখ্যা।অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিশুদের নিয়ে কাজ করা সমাজকল‍্যানমূলক সংস্থা ‘পরিচয়’। তাদের ছোট ছোট সদস্যরা নৃত‍্যানুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিল তাদের গর্বিত পরিচয়।

উদ্বোধনী অনুষ্ঠান। নিজস্ব চিত্র

আবাসনের খুদেরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঐদিন পালন করল শিশুদিবস। সবমিলিয়ে এক জমজমাট বর্ণময় পরিবেশে জন্ম নিল নতুন এক পাঠাগার।মোবাইলের সর্বগ্ৰাসী আবহে যা কিছুটা হলেও আশার আলো দেখায় বৈকি।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে লোধা শবরদের শীতবস্ত্র বিতরণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here