পিয়ালী দাস, বীরভূমঃ
সুপার সাইক্লোন আমপানের মোকাবিলায় তৎপর বীরভূম জেলা প্রশাসন। কন্ট্রোল রুমে উপস্থিত বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, জেলাশাসক মৌমিতা গোদারা বাসু ও পুলিশ সুপার শ্যাম সিং। বীরভূম জেলার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাতভর কন্ট্রোল রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকে।
বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলার জন্য সমস্ত ব্লকের বি.ডি.ও কে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলের কাঁচা বাড়ি থেকে ইতিমধ্যে বহু মানুষকে নিরাপত্তার খাতিরে বিভিন্ন স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। দুর্যোগ কেটে যাবার পর যাতে সুষ্ঠুভাবে মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া যেতে পারে তার জন্য প্যাকেটজাত খাবার মজুত করা হয়েছে। অতিমাত্রায় বৃষ্টির ফলে গ্রামের মানুষদের উদ্ধার করার জন্য নৌকার ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুনঃ কন্ট্রোল রুম থেকে নজরদারি জেলা প্রশাসনের
করোনা সংকটের মধ্যেই সুপার সাইক্লোনের মুখোমুখি বীরভূম জেলা। দুটো ক্ষেত্রেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। ভয়ঙ্কর সুপার সাইক্লোন থেকে সাধারণ মানুষকে বিপদমুক্ত রাখতে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি বীরভূম জেলা প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে ব্লকে ব্লকে তৃণমূল কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন অভিজিৎ সিংহ। তিনি জানিয়েছেন, আজ সারারাত তিনি কন্ট্রোল রুমে থেকে বীরভূম জেলার ১৯টি ব্লকের নজরদারি করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584