পিয়ালী দাস, বীরভূমঃ
ডেউচা – পাচামি কয়লা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করে দিল বীরভূম জেলা প্রশাসন। ইতিমধ্যে পাঁচামি এলাকার ২৫ জন যুবক নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি তদারকি করবেন বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী। তিনি জানিয়েছেন, একদম সমীক্ষা প্রাথমিক স্তরে রয়েছে। এলাকার সকল মানুষের সাথে কথা বলা হবে প্রকল্পকে বাস্তবায়িত করতে।
জেলাশাসক অনুরোধ করেন, আদিবাসী মানুষরা যাতে কোনভাবে অপপ্রচারের ফাঁদে পা না দেয়। ইতিমধ্যে দুদিন আগে একটি গ্রামে প্রশাসনের তরফে স্থানীয় মানুষদের সাথে কথা বলার জন্য সভা করা হয়। সেখানকার স্থানীয় মানুষরা সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সম্পূর্ণ সমীক্ষা এবং সরকারের তরফে স্পষ্ট কোন দিশা না দিলে তারা জমি কোনভাবেই হস্তান্তর করবে না এই প্রকল্পের জন্য।
আরও পড়ুনঃ দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির খড়িবাড়িতে
বিষয়টি নিয়ে বীরভূমের জেলা শাসক জানান, এলাকার বাসিন্দাদের কোনভাবে আতঙ্কগ্রস্ত হবার কারণ নেই। এতবড় প্রকল্প বাস্তবায়িত করার জন্য যে পরিকল্পনা মাফিক সমীক্ষার প্রয়োজন, ধাপে ধাপে ঠিক সেভাবেই সমীক্ষা করা হবে। সমীক্ষার পর যদি সাধারণ মানুষ প্রকল্পের পক্ষে সম্মতি না দেয় সে ক্ষেত্রে সরকার জোর করে কখনই প্রকল্প বাস্তবায়িত করবেনা।
সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর করে জমি দখলের কোন পরিকল্পনা রাজ্য সরকারের নেই। যা হবে তা মানুষের সাথে কথা বলে হবে। প্রকল্প বাস্তবায়িত করতে মানুষের সাথে কথা বলতে এলাকায় সশরীরে হাজির হবেন বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী এবং পুলিশ সুপার শ্যাম সিং।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় মিমের সভা, যোগদান তৃণমূল যুব নেতার
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এসে ঘোষণা করেছিলেন ডেউচা পাচামি কয়লা শিল্প প্রকল্পের পরিকল্পনা। বেশ কিছু দিন পর কেন্দ্রের তরফে দেওয়া হয় সবুজ সংকেত। কেন্দ্রের ছাড়পত্র আসার পরেই তৎপর হয় রাজ্য প্রশাসন কয়লা শিল্পকে বাস্তব রূপ দেবার জন্য।
রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই শিল্প বাস্তবায়িত হলে অন্তত দশ লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে। বীরভূমের জেলাশাসক জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী অনুলিপি তাদের হাতে তুলে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584