রেস্তরাঁয় ঘাড় ধাক্কা! ক্ষুব্ধ অনন্যা বিড়লা

0
168

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার বিড়লা পরিবার, টুইটারে ক্ষোভ উগরে দিলেন অনন্যা বিড়লা। ট্রাম্প প্রসাশনের মদতেই কি আমেরিকায় বর্ণবিদ্বেষের ঘটনার পুনরাবৃত্তি?

Ananya Birla | newsfront.co
ছবিঃ অনন্যা বিড়লার ইনস্টাগ্রাম

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরেও বর্ণবিদ্বেষ নিয়ে আমেরিকাবাসীর একাংশের ধ্যানধারণার কোনো পরিবর্তন-ই হয়নি! এবার ক্যালিফোর্নিয়ায় এক নামী দামী রেস্তরাঁয় বর্ণবিদ্বেষের শিকার হলেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার পরিবারের সদস্যরা।

তাঁর মেয়ে অনন্যা বিড়লা, সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ দিয়ে উগরে দিয়েছেন ক্ষোভ। এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন ট্রাম্প প্রশাসনের যথেষ্ট মদত আছে বলেই কি এমন ঘটনা বারবার ঘটে!

অনন্যা বিড়লা পেশায় গায়ক। তাঁর অভিযোগ, স্কোপা নামে ক্যালিফোর্নিয়ার এক বিখ্যাত ইতালীয়-মার্কিন রেস্তরাঁ থেকে বিড়লা পরিবারের সদস্যদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। টুইটারে তিনি লিখেছেন, স্কোপা নামে ওই রেস্তোঁরা তাঁকে ও তাঁর পরিবারকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়, যা অত্যন্ত বৈষম্যমূলক আচরণ।

আরও পড়ুনঃ গোরক্ষা প্রতিরোধ আইনের অপব্যবহার, সরকারকে সতর্ক করল এলাহাবাদ হাইকোর্ট

রেস্তোরাঁর কর্মীদের উচিত, গ্রাহকদের সঙ্গে ভদ্র ব্যবহার করা। ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করার পরও রেস্তোঁরার ওয়েটার জোসুয়া সিলভারম্যান তাঁর মায়ের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন, যা আদতে বর্ণবৈষম্যের সামিল এবং একেবারেই মেনে নেওয়া যায় না!

অনন্যা তাঁর টুইটে রেস্তরাঁর মালিক তথা খ্যাতনামা মার্কিন শেফ আন্তোনিয়া লোফাসোকেও ট্যাগ করেছেন। অন্যন্যা ছাড়াও টুইটারে একই অভিযোগ করেন কুমারমঙ্গলম বিড়লার স্ত্রী নীরজা বিড়লা এবং ছেলে আর্যমান।

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর আমেরিকায় প্রতিবাদের আগুনে জ্বলছিল। সেই প্রতিবাদের ফল যে আসলে কিছুই হয়নি, আবারও তার প্রমাণ মিলল। বারবার আমেরিকায় বর্ণবিদ্বেষের ঘটনা ঘটার জন্যে ট্রাম্প প্রশাসনকেও দায়ী করছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here