পঞ্চানন বর্মার জন্ম দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান মাথাভাঙায়

0
69

মনিরুল হক, কোচবিহারঃ

মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার ১৫৫ তম জন্ম দিবস উপলক্ষে মাথাভাঙ্গায় শনিবার পঞ্চানন স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে নজরুল সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা ও আমন্ত্রিত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃত্তি বিবরণী প্রকাশনার সঙ্গে যুক্ত চার জন বিশিষ্ট জনকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেওয়া হয় ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ, অধ্যাপক নীলাংশু শেখর দাস, অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পঞ্চানন গবেষক গিরীন্দ্রনাথ বর্মন।

নিজস্ব চিত্র

সংবর্ধনা পেয়ে আনন্দিত হয়ে গোপাল ঘোষ বলেন, এক হাজার পৃষ্ঠার একটি গ্রন্থ প্রকাশ করা হয়। এই গ্রন্থ প্রকাশনার কাজে আমরা সম্পাদনা করেছি। তাই আজকে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে। সম্বর্ধনা পেয়ে আমরা সবাই খুশি। আমাদের দায়িত্ব আজ থেকে আরও বেড়ে গেল। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।

নিজস্ব চিত্র

পঞ্চানন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সুশীল চন্দ্র বর্মন জানান, আজকে সন্ধ্যার পর থেকে নাটক, উত্তর বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি বাস খেলা, ভাওইয়া সংগীত নজরুল গীতি সাথে অনুষ্ঠিত হবে।

এদিনের ওই অনুষ্ঠানে মাথাভাঙ্গা নজরুল স্মরণে প্রচুর শ্রোতা দর্শক মন্ডলী উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবছর এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here