শ্যামল রায়,কালনাঃ
বুধবার ছিল কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়ার ৩৬ তম জন্মদিন।জন্মদিনে ব্লক অফিসের কর্মচারী সহ শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানান।বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা ও মিলন বাবু কে জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর।বাংলার রাইটাস ফোরামের তরফ থেকেও মিলন বাবু কে শুভেচ্ছা জানানো হয়েছে।বিডিও মিলন দেব গড়িয়া জানিয়েছেন যে ১০ বছর হয়ে গেল তিনি চাকরি করছেন আধিকারিক পর্যায়ে।প্রথমে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরিতে জয়েন করেছিলেন পুরুলিয়াতে।আজ কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পদে আসীন রয়েছেন।মিলন বাবু জানিয়েছেন যে তিনি একজন দক্ষ প্রশাসক হিসাবে পরিষেবা মূলক কাজে নিজেকে সবসময় যুক্ত রাখতে চান।মিলন বাবুর বাবা রাখহরি দেব গরিয়া ও মা বাসন্তী দেব গড়িয়া বর্তমানে রয়েছেন।

মিলন বাবুর সহধর্মিণী অদিতি দেবগরিয়া তার পাশে থেকে অদম্য সাহস যুগিয়ে যাচ্ছেন তার প্রশাসনিক কাজ কর্মে যাতে আরো ভালো মতো কাজ করতে পারেন একজন আদর্শনিষ্ঠ দক্ষ প্রশাসক হিসাবে কাজ করতে পারেন তার জন্য পাশে রয়েছেন।
জন্মদিন শুভানুধ্যায়ীরা অনেক শুভেচ্ছা জানালেন তাকে।কালনা ২ নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী প্রণব রায় তিনিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কূপটি, সহ-সভাপতি সুভাষ ঘোষ সহ অনেকে।জন্মদিনের প্রাক্কালে মিলন বাবু জানিয়েছেন যে তিনি আদর্শনিষ্ঠ ভাবেই দক্ষ প্রশাসক হিসাবে কাজ করে যেতে চান বলে এ দিন প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুনঃ বর্ধমান জুলজিক্যাল পার্কে দর্শকের ঢল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584