শ্যামল রায়,কালনাঃ
বয়স ১০৫ বছর।কনকনে শীতে আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না এ কথা হাড়ে হাড়ে টের পেয়েছিল ওই অধিক বয়স্কা বৃদ্ধা।তাই নাতি-নাতনিদের কাছে অকপটে বলে গিয়েছিল যে আমার মৃত্যু হলে যেন ঢাক ঢোল ব্যান্ডপার্টি সহ আবির খেলে তোরা আমাকে শ্মশানে নিয়ে যাবি। ঠাকুমার মনের ইচ্ছা পূরণ করতেই নাতি-নাতনিরা ব্যান্ডপার্টি সহ আবির খেলে শ্মশানে নিয়ে গিয়ে কাঠের চুল্লীতে দাহ করলো ওই বৃদ্ধাকে।মৃত বিদ্যার নাম রাসমণি দাস বয়স ১০৫ বছর।বাড়ি কালনা থানার অন্তর্গত শাষপুর পশ্চিম পাড়ায়।বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে।মৃত্যুর পর আত্মীয়স্বজন সকলেই বাড়িতে এসে ভিড় করেন এবং এ দিন দুপুর নাগাদ ঢাকঢোল ব্যান্ড পার্টি সহ আবির খেলায় মেতে ওঠেন আত্মীয়-স্বজন সকলে।জানা গিয়েছে যে ব্যান্ডপার্টি সহ ওই বৃদ্ধাকে শ্মশানঘাটে নিয়ে যায় নাতি-নাতনি আত্মীয়রা এবং কাঠের চুল্লীতে শব দাহ করা হয় বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধুমধাম কান্ড ঘটে যায়।
এলাকার বাসিন্দাদের সূত্রে খবর যে এই ধরনের ঘটনা কখনো তারা চোখে দেখেনি এবং এটি একটি বিরলতম ঘটনা। ওই বৃদ্ধার বয়স বেশি হলেও এই ধরনের ব্যান্ড পার্টি সহ আবির খেলায় মেতে ওঠেন আত্মীয়-স্বজন সকলে এটা তাদের অবাক করেছে বলে জানা গিয়েছে । বয়স্ক বৃদ্ধার মৃত্যু কে কেন্দ্র করে কোনরকম শোকের ছায়া তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি বলে জানা গিয়েছে।যদিও তার নাতি ছেলে গোবিন্দ বেপারি সুমন মন্ডল প্রমূখ জানিয়েছেন যে তাদের ঠাকুরমা এবং দিদিমার ইচ্ছে ছিল ব্যান্ড পার্টি সহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া তাই তার ইচ্ছা পূরণ করার জন্যই তারা এই কাজটি করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ লরি ও বাইকের সংঘর্ষে মৃত তিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584