নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আজ ২০ শে এপ্রিল, শিক্ষাব্রতী সুশীলা মন্ডলের জন্মশতবর্ষ।ডঃ সুশীলা মন্ডল টেক্সট বুকস লাইব্রেরীর পক্ষ থেকে জন্ম দিবস উপলক্ষ্যে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সট বুকস লাইব্রেরীর সভাপতি ও বিশিষ্ট বিজ্ঞানী সুকুমার মাইতি।এছাড়াও উপস্থিত ছিলেন রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক প্রভাকর সেনগুপ্ত,অধ্যাপিকা মঞ্জুরী সাহু,অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই,অধ্যপক জগবন্ধু অধিকারী,অধ্যাপিকা অন্নপূর্ণা চক্রবর্তী,সমাজসেবী পঙ্কজ পাত্র, প্রাক্তন প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভুঞ্যা,বিশিষ্ট আইনজীবী শ্যামলেন্দু মাইতি, বিদ্যাসাগর স্মরণ সমিতির জেলা নেতৃত্ব প্রাণতোষ মাইতি, বিশিষ্ট নাগরিক আলোক হুই, দীপক বসু প্রমুখ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানের সভাপতি সুকুমার মাইতি জানান,ড: সুশীলা মন্ডল যিনি আমাদের সকলের বড়দি,সেই বড়দির জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে গত ১৯শে মার্চ অবিভক্ত মেদিনীপুর জেলা জুড়ে গঠন করা হয়েছে জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। এই কমিটির পক্ষ থেকে বর্ষব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই ডঃ সুশীলা মন্ডলের নানান গুণাবলীর কথা স্মরণ করে বলেন যে,তিনি শুধু রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজের অধ্যক্ষা ছিলেন না, তিনি নানান সামিজিক কর্মকান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।বিদ্যাসাগরের জীবন ও সংগ্রাম বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত প্রয়োজন,এই ভাবনা থেকেই তাঁর উদ্যোগেই গঠিত হয়েছিল বিদ্যাসাগর স্মরণ সমিতি।যার সভানেত্রী তিনি নিজেই ছিলেন।
আরও পড়ুনঃ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির
এই সমিতির উদ্যোগেই মেছেদা তে তৈরি হয়েছে বিদ্যাসাগর ভবন।এই ভবনের উদ্বোধন অনুষ্ঠানের সভানেত্রী তিনি ছিলেন বলে জানান আয়োজকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584