ওটিটি-তে আসবে ‘বিষ’

0
206

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি ‘বিষ’ মুক্তি পাবে এই বছরেই। তবে, ওটিটি প্ল্যাটফর্মে। তার আগে শহরের এক বিলাসবহুল হোটেলে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ ও মহরত।

Suv Maharat | newsfront.co

হাজির ছিলেন ছবির পরিচালক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, অভিনেত্রী নয়না পালিত, ছবির প্রযোজক প্রবীর দাস ও ধৃতিষা। পরিচালকের কথায়- “আকাশে বাতাসে আজ বিষ, মনে বিষ, সম্পর্কে বিষ। পরস্পরের সঙ্গে বিষাক্ত ব্যবহার আর পারস্পরিক বিষাক্ত ক্রোধের অসুখে আজ আমরা সবাই আক্রান্ত।

poster launch | newsfront.co

আমাদের জিঘাংসা, আমাদের ঘৃণা, আমাদের ক্রোধ – আজ জন্ম দিয়েছে যুদ্ধের, হত্যাকাণ্ডের, ধ্বংসের। আমাদের পরস্পরের মৃত্যুকামনা ঈশ্বর নির্ধারিত মৃত্যুদিন পাল্টে দেবার ক্ষমতা রাখে এখন। এই বিষাক্ত সভ্যতা আজ আমাদের সমষ্টিগতভাবে ঠেলে দিচ্ছে সম্পূর্ণ বিনাশের দিকে।

poster launch | newsfront.co

এমনি এক অন্তরে বিষ পুষে রাখা মানুষ, প্রিয়ব্রত রায়। সে তার স্ত্রী পৃথাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে আসে অধ্যাপক নীলকন্ঠ চৌধুরীর কাছে, বিষের সন্ধানে।

Bis movie | newsfront.co

নীলকন্ঠর কাছে নাকি আছে এমন বিষ যা কোনও পরীক্ষায় ধরা পড়ে না। মানবশরীরে প্রবেশের আধঘণ্টার মধ্যে ঘটে যন্ত্রণাহীন মৃত্যু। ময়নাতদন্তে ধরা পড়ে না বিষের অস্তিত্ব।

Bis poster launch | newsfront.co

কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে নানা সত্য বেরিয়ে আসতে থাকে। প্রিয়ব্রতর আক্রোশ, তার জীবনযন্ত্রণার সঙ্গে সঙ্গে উন্মোচিত হয় নীলকন্ঠর অন্তরাত্মা ও তার বিষ আবিষ্কারের কারণ। নীলকণ্ঠর আবিষ্কৃত বিষ তার ক্রিয়া-প্রক্রিয়া শুরু করে।

আরও পড়ুনঃ গুলজারের জন্মদিনে বাংলার শিল্পীদের অনন্য উপহার

Bis movie | newsfront.co

আর তার সঙ্গে সঙ্গে সমাজ জুড়ে আরও অনেক বিষের সঙ্গে আমরা পরিচিত হতে থাকি। নির্ভেজাল থ্রিলার থেকে ‘বিষ’ ক্রমশ রূপান্তরিত হতে থাকে এক দর্শনের আয়নায়, যাতে প্রতিফলিত হই আমরা সকলে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here