তৃণমূল ত্যাগী শ্যামাপ্রসাদকে দলে নেওয়ার বিরুদ্ধে বিষ্ণুপুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ

0
186

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

শুভেন্দু অধিকারীকে নিজের রাজনৈতিক অভিভাবক জানিয়ে তৃণমূল দল থেকে পদত্যাগ করলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সহসভাপতি তথা বিষ্ণুপুর পুরসভার ৩৫ বছরের চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। একই সঙ্গে শ্যামবাবুর সঙ্গেই তৃণমূল দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন পুরসভার আরও ১৪ জন কাউন্সিলর।

shayamaprasad mukherjee | newsfront.co
শ্যামা প্রসাদ মুখার্জী ৷ নিজস্ব চিত্র

বৃহস্পতিবার বিকেলে, তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতির কাছে দলত্যাগ করার বার্তা পাঠান তাঁরা। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শ্যামবাবু সহ অন্যান্যরা বিজেপিতে যোগ দেওয়ার কথাও ঘোষণা করেন। এদিন শ্যাম মুখার্জী বলেন “আমি তৃণমূল দলের কাজকর্মে খুব বিরক্ত। তাই দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া শুভেন্দু অধিকারী আমার নেতা। উনি আমার রাজনৈতিক অভিভাবক।

protest | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

সে যেই দলে যাবে আমরাও সেই দলে যাব। আজ আমার সঙ্গে বিষ্ণুপুর পুরসভার ১৪ জন কাউন্সিলরও তৃণমূলের জেলা নেতৃত্বের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। আমার সঙ্গে বিভিন্ন ট্রেড ইউনিয়নের ৪০০ কর্মী তৃণমূল দল ছাড়ছে। আগামী কাল আমরা মেদিনীপুরে শুভেন্দুর সভায় যাচ্ছি৷”

party member | newsfront.co
হরকালী প্রতিহার ৷ নিজস্ব চিত্র

যদিও এদিন শ্যাম মুখার্জীর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীরা বিষ্ণুপুর কলেজ রোডে দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, শ্যাম মুখার্জী সহ তৃণমূল ত্যাগীদের বিজেপিতে নেওয়া যাবে না।

আরও পড়ুনঃ অফিস থেকে সরল মমতার ছবি, দলত্যাগের তালিকায় শীলভদ্রও

এই বিষয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার বলেন “শ্যাম মুখার্জীরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে আমার জানা নেই। তবে আমি দলীয় কর্মীদের কাছে শুনে বিষয়টি রাজ্য নেতৃত্বদের জানিয়েছি, যাতে ওঁদের না নেওয়া হয়। বিষয়টি আমাদের সাংসদ সৌমিত্র খাঁকেও জানাব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here