নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুধবার ধুমধাম করে পূজা হল বিশ্বকর্মার। এদিন সকাল থেকে সারাদেশের সাথে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে পূজা করা হয়।
সকাল থেকে বিভিন্ন কল-কারখানা, সরকারি প্রতিষ্ঠান ও নিজেদের বাড়িতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। ঢাকঢোল বাজিয়ে আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজার।
আরও পড়ুনঃ পুজোর মরশুমে ব্যস্ত কুনোরের হাট পাড়ার মৃৎ শিল্পীরা
জেলার কালচিনি, হাসিমারা, জয়গাঁ, আলিপুরদুয়ার , মাদারিহাট, বীরপড়া, ফালাকাটাতে পুজোকে কেন্দ্র করে দেখা গেল উৎসবের আমেজ। শুধু অফিস নয় গাড়ির ব্যবসার সাথে যারা যুক্ত এবং অন্যান্য কারিগরি শিল্প যাদের পেশা তারাও পুজোতে সামিল হন। ঢাক বাজিয়ে ধূপ ধুনো দিয়ে পুরোহিত পূজা করেন গাড়িগুলিকে। সারাবছর গাড়ি, কল-কারখানা ও অন্যান্য জিনিসগুলো যেন ভালোভাবে চলে এই কামনা করে অনেকেই সকাল থেকে উপোস করে পূজার্চনা করেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584