শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ
দেবশিল্পী বিশ্বকর্মার পুজোয় মেতে উঠেছে শিল্প শহর হলদিয়া। হলদিয়াতে ছোট বড় মিলে প্রায় দেড়শো পুজো হয় তবে সরকারি ভাবে অনুমোদন পেয়েছে ৪৫ টি পুজো কমিটি।রবিবার বেশ কিছু পুজোর উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। ২০১০ সালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হলদিয়াতে মনিটোরিয়াম লাঘু করে ফলে নতুন নতুন শিল্প আসা বন্ধ হয়ে যায়।
২০১৩ সালে সেপ্টেম্বর মাসে দূষণের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে হলদিয়াতে নতুন শিল্প এসেছে অনেক।তাই আগের থেকে অনেক জৌলুশ ফিরেছে বিশ্বকর্মা পুজোয় রবিবার থেকেই টানা চার দিন হলদিয়াবাসী মেতে উঠেছে বিশ্বকর্মা পুজোর আনন্দে।শুধু হলদিয়ার মানুষ নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে পুজো দেখতে।তাই বিশ্বকর্মা পুজো যেন এখানে শারদ উৎসবে পরিনত হয়।শিল্প সংস্থাগুলি পুজোর পাশাপাশি সামাজিক কাজকর্ম করে যেন প্রতিবন্ধীদের সামগ্রী প্রদান দুঃস্থদের কাপড় এছাড়া বড় শিল্প সংস্থা গুলি কোথাও কোথাও ঝুপড়িবাসীদের জন্য টেবিল ফ্যানও দেওয়ার ব্যবস্থা রেখেছে। চারদিন ধরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্প শহরে পুজোর ক’টা দিন থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি সিসিটিভি ও ড্রোনের সাহায্য রাখা হবে নজরদারি।যেহেতু হলদিয়ায় রয়েছে রিফাইনারি পেট্রোকম্পপেলক্সের মত তেলের কারখানা তাই এই কড়া ব্যবস্থা। ঠাকুর দেখতে যাওয়া বাচ্চারা হারিয়ে গেলে যাতে তাদের সহায্যে খুঁজে পাওয়া যায় তার জন্য গলায় ঝোলানোর কার্ডের ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।সারা রাত ধরে চলে ঠাকুর দেখা।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজো উপলক্ষে শ্রমিক সংবর্ধনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584