বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত গুসকরা

0
90

সুদীপ পাল,বর্ধমানঃ

bjp and tmc clashes
ছবিঃ প্রতীকী

দফায় দফায় বেশ কয়েকবার বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ উত্তপ্ত পূর্ব বর্ধমানের গুসকরা। দুটি দলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় যখন দলীয় পতাকা টাঙাচ্ছিলেন, সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী আচমকা তাঁদের উপর চড়াও হন।এরপরই অশান্তি ছড়িয়ে পড়ে গুসকরা লাইন পাড় এলাকাসহ বিভিন্ন জায়গায়। দু-তরফের কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাতে কোন কাজ হয়নি। শুরু হয় ইঁটবৃষ্টি।

এই ঘটনায় এক পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।গুসকরা নগর কমিটির বিজেপির সভাপতি মনোরঞ্জন মন্ডল বলেন,দলীয় কর্মীরা যখন পতাকা বাধার কাজ করছিলেন,তখনই তৃণমূলের কর্মীরা হামলা চালায়।শুধু তাই নয় পুলিশ যে একাধিক ধারায় অভিযোগ করেছেন তাতে বেছে বেছে বিজেপি কর্মীদের নামই রয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বেলদার খালিনা গ্রাম

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা প্রভৃতি একাধিক ধারায় অভিযোগ করেছিল পুলিশ। তারপরে বিজেপি এবং তৃণমূলের তরফেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।এই দুই দলের সংঘর্ষে তৃণমূলের ভূমিকার কথা অস্বীকার করেছেন তৃণমূল সভাপতি কুশল মুখোপাধ্যায়। বিজেপি মিথ্যে অভিযোগ করছে বলে তিনি দাবি করেন। পুলিশ সূত্রে জানা যায় ধৃত পাঁচ জনের মধ্যে চারজন বিজেপি কর্মী এবং একজন তৃণমূল কর্মী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here