নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের ব্যাপক প্রভাব পড়ল শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়।এদিন সকালে বিধাননগর বাজারে কোনো দোকান পাট খোলেনি। এমনকি এদিন সাধারণ মানুষের ভিড়ও লক্ষ করা যায়নি।
বনধকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিজেপি কর্মী প্রনবেশ মন্ডল বলেন, ‘আমরা বনধের ১০০ শতাংশ সাড়া পেয়েছি।
আরও পড়ুনঃ বিজেপির ডাকা বনধে চাপা উত্তেজনা রায়গঞ্জে
‘ এদিন সকালে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজারের ব্যাবসায়ীরা দোকান পাট খোলেনি। পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ।এদিন তিনি বলেন, ‘আমাদের দলের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে যেভাবে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা মাফিক খুন করে একটি দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে, তাতে নিন্দার কোনো ভাষা নেই।
রাজ্য সরকারের পক্ষ থেকে দেখানো হচ্ছে এইটা আত্মহত্যা। কিন্তু এটা মোটেও আত্মহত্যা নয়। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি সিবিআই তদন্ত হোক। পাশাপাশি যারা দোষী তাদের শাস্তি হোক।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584