সুদীপ পাল,বর্ধমানঃ
সন্ত্রাস থেকে মুক্তি পেতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।বিজেপি যেন সেই সন্ত্রাসকে প্রশ্রয় না দেয় – বর্ধমান দুর্গাপুর এর সদ্য নির্বাচিত সাংসদ সুরেন্দ্র সিংহ আলুয়ালিয়া এমনই মন্তব্য করলেন।
গতকাল বর্ধমানের জি টি রোডের বিভিন্ন জায়গায় বেলুন দিয়ে সাজানো হয়েছিল।বিজেপির বিজয় মিছিল উপলক্ষে নানা রকমের বাজনা ছিল।সাংসদ দাবি করেন,ভোটের পর থেকে তার আর কোন শত্রু নেই।এই কেন্দ্রের ১৭ কোটি মানুষের তিনি প্রতিনিধি।তাঁরা যেরকম চাইবেন এলাকায় সেই রকম ভাবে উন্নতি হবে।
কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন,যাঁরা দলীয় পতাকা লাগাতে দেয়নি অথবা দলের ফেস্টুন ছিঁড়ে দিয়েছে তাঁদেরকেও বিপদের দিনে সাহায্য করা বিজেপি কর্মী সমর্থকদের কর্তব্য।তবে শুধু সন্ত্রাস মুক্ত করার বিষয়টি নয় একই সাথে তিনি অভিযোগ করে বলেন, প্রায় ১২০০ বুথে এজেন্ট বসতে দেয়নি বর্তমান শাসক দল। ছাপ্পা মেরে প্রায় আড়াই থেকে তিন লক্ষ ভোট লুট হয়েছে। কিন্তু এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি কেন নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি? এ বিষয়ে তিনি বলেন, প্রথমতঃ মানুষ নিজের ভোট নিজে দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয়তঃ মানুষ সচেতন ভাবে ভোট দিয়েছেন তাই ভোট লুট করলেও মানুষের রায় তাঁর দিকেই গেছে।
তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার নির্বাচনী এজেন্ট অরূপ দাস অবশ্য বলছেন, সাংসদের এই বক্তব্যে মানুষকে তিনি অপমান করছেন।
তবে সংসদ যখন শান্তির বার্তা দিচ্ছেন তখন বর্ধমানের গলসিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর এবং পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ অশান্তি রুখতে সুর্বণরেখা মহাবিদ্যালয়ে নোটিশ,চলছে ভিডিওগ্রাফি
ধৃতের নাম মন্টু বাগদি। বর্ধমান আদালতে তোলা হলে ১০ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বিচারক। সাংসদ অবশ্য বারবার বলছেন,কেউ উচ্ছৃঙ্খল হবেন না, উত্তেজনাও দেখাবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584