খড়্গপুর শহর আমার রাজনৈতিক কর্মভূমিঃ হিরণ চট্টোপাধ্যায়

0
127

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার ছিল দ্বিতীয় দফার ভোটের মনোনয়নের শেষদিন ৷ শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।মনোনয়ন পেশের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হিরণ বলেন, ‘ আজ থেকে খড়্গপুর শহর আমার রাজনৈতিক কর্মভূমি হল।

hiran chatterjee | newsfront.co
নির্বাচনী প্রচার ৷ নিজস্ব চিত্র

নির্বাচনে হার-জিত রয়েছে। তবে আমি খড়্গপুরে জিততেই এসেছি।’ বিজেপি প্রার্থী আরও বলেন, ‘ ২০১৬ তে দিলীপদাকে খড়্গপুরের মানুষ আশীর্বাদ করেছিলেন এবারও তাই হবে।মানুষের উচ্ছ্বাস তাই বলছে। ২০১৯ এ তৃণমূল হাফ হয়েছিল এবার বাংলায় বিজেপি সরকার গড়বে।’ এদিন খড়গপুরের গোলবাজার স্থিত রামমন্দির থেকে পুজো সেরে হিরণ মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান।

আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারে সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থীর প্রচার শুরু

তাঁর সাথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি সৌমেন তিওয়ারী, অভিষেক অগরওয়াল, অনুশ্রী বেহরা সহ অনেকে।হিরণ বলেন, বিজেপি বাংলায় নিজেদের জোরে লড়ছে। আমাদের সাথে পুলিশ, প্রশাসন নেই। তৃণমূলের জন্য তাঁর সংলাপ, ‘মারবি যত, ঝরবে রক্ত। দেখ কত এখানে আছে শ্রীরামের ভক্ত।’

বিজেপির তারকা প্রার্থীর অভিযোগ, খড়্গপুর আইআইটির কৃতীরা বিদেশে চলে যাচ্ছেন কারণ বাংলায় কাজের সুযোগ নেই। খড়্গপুরের যুবাদেরও অনেকে কাজের জন্য অন্যান্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছেন।
এই ছবি বদল করতে বিজেপিকে দরকার। তিনি বলেন, আমি হাওড়ার উলুবেড়িয়ার গ্রামের ছেলে। ১২/১৩ বছর সিনেমা করার পর পাকাপাকিভাবে রাজনীতিতে এলাম এই ভেবে যে মানুষের জন্য কিছু করতে হবে।

আরও পড়ুনঃ ময়নার রাজনীতির শক্ত পিচে খেলছেন এবার দিন্দা, জমা দিলেন মনোনয়নপত্র

দলের রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘ তৃণমূলকে আর খেলতে হবে না। ওদের স্ট্রাইকারই তো আহত হয়ে গিয়েছেন। খড়্গপুর সদরে বিজেপি জিতেছে, আবার জিতবে। এবার এখানে এসে আড্ডা মারব।’ এদিন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থীকে নিয়ে দলের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here