নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আজ নেতাজির আজাদ হিন্দ ফৌজ সরকারের ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন
পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত কুমার দাস,১৯৪৩ সালের ২১ অক্টোবর
সুভাষচন্দ্র বোস ভারতের প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন।
তাই আজ ভারতে প্রথম স্বাধীন প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারের ৭৫তম প্রতিষ্ঠা দিবস।
পরে মেদিনীপুর কলেজ সংলগ্ন নেতাজীর মূর্তিতে মাল্য দান করা হয়,সেই সাথে স্বচ্ছ ভারত কার্যক্রম করা হয়।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি সমিত কুমার দাস,জেলার সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, সম্পাদক শংকর দাস,অরূপ দাস,মদন রুইদাস,জেলা মহিলা মোর্চার সম্পা মন্ডল,গীতিকা ঘোষ, সহ জেলা কমিটির অন্যান্য সদস্য গন,মন্ডল সভাপতি তপন সামন্ত,অজয় সাউ,মন্ডল সাধারণ সম্পাদক বিশ্বনাথ পাটনায়েক,জগন্নাথ সামন্ত,দীপঙ্কর সামন্ত প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ দলত্যাগ করে বিজেপিতে যোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584