নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন প্রচারে ঝড় তুলছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি খড়গপুরের সুভাষ পল্লীতে।দুই মহিলা সহ আহত চারজন।
অভিযোগ জয়দীপ স্বর্ণকার ও তার স্ত্রী ছবি স্বর্ণকার (বিজেপির ভারত মাতা সমিতির সদস্য)নামে দুই বিজেপি স্থানীয় নেতা সুভাষপল্লী গেটের কাছে দাঁড়িয়ে থাকার সময় সুভাষপল্লী ৭নং ওয়ার্ডের শক্তি প্রমুখ কুনাল সরকার ও তার দলবল এসে তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
প্রসঙ্গত উল্লেখ্য রামনবমীর দিন জয়দীপ ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিল কুনাল সরকার তাই জয়দীপ ও তার স্ত্রী টাউন থানাতে কুনাল সরকারের নামে অভিযোগ দায়ের করে।
আরও পড়ুনঃ সিপিআই(এম) কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা পাথরপ্রতিমায়
আহত জয়দীপ এবং তার স্ত্রী খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কুনাল সরকারকে খড়গপুর থানার পুলিশ আটক করেছে।
কুনাল সরকার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ।সমগ্র ঘটনায় বিজেপি নেতাদের মুখে কুলুপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584