দিল্লিতে বিজেপি সদর দফতরে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

0
59

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বেশ কয়েকদিন ধরেই বিজেপি সদর দফতরে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর কথা চলছিল। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে স্যানিটারি ন্যাপকিনের সেই মেশিনই উদ্বোধন করেন মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি বনথি শ্রীনিবাসন।

BJP Mahila Morcha
দিল্লিতে বিজেপি সদর দফতরে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ছবিঃ টুইটার

দিল্লিতে বিজেপির সদর দফতরে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন হওয়ার পর পশ্চিমবঙ্গ বিজেপি-র সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি যে মহিলাদের সম্মান করে, এটা তার একটা বড় নজির। আমরা শুধু মুখেই বলি না, কাজেও করে দেখাই। এক্ষেত্রেও মুখে বলা কথা কাজে করে দেখিয়েছি আমরা। দেবীপক্ষের পূণ্যলগ্নে গোটা দেশে নারীর প্রতি সম্মানের এক নজির তৈরি করল দল।’’

এবার থেকে বিজেপির সদর দফতরের ওই মেশিন থেকে মহিলারা বিনামূল্যে ন্যাপকিন পাবেন। এমনটাই জানা গিয়েছে গেরুয়া শিবির সূত্রে।

আরও পড়ুনঃ পুজোর পরই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের উপনির্বাচন

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ইতিমধ্যেই জনঔষধি প্রকল্পের মাধ্যমে ১ টাকায় স্যানিটারি প্যাডের ব্যবস্থা হয়েছে। মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর গোটা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল বিজেপি। তার মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলির কর্মসূচিও ছিল। এবার দিল্লিতে বিজেপির সদর দফতরে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়ে আরও একবার নজির গড়ল পদ্মশিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here