সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল আসনে জয়লাভ করার পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল শাসকদলের বিধায়ক এবং নেতাদের জন্যই এই জয় সম্ভব হয়েছে। অন্যদিকে দু’টি আসনই হাতছাড়া হওয়ার পরে বদল হয়েছে তৃণমূলের জেলা সভাপতি পদে।
নতুন জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এবার সেই প্রসঙ্গ তুলে বললেন সবার সঙ্গে কথা হয়েছে। কেউ দল ছাড়ছেন না। মিথ্যা রটনা করছে বিজেপি। বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কেন মানুষ বিজেপিকে ভোট দিলেন। কিন্তু একই সাথে তিনি বলছেন মানুষ উন্নয়নের দায়িত্ব বিজেপিকে দিয়েছেন। আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। তাঁর বক্তব্য মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক বিজেপি।
আরও পড়ুনঃ বাচনভঙ্গিতে ভাইরাল হওয়া মোদী স্তুতি গাওয়া রিনা দেবী ডাক পেলেন শপথগ্রহণে
অর্থাৎ আসানসোল ও দুর্গাপুরকে মডেল শহর করা হবে বলে যে প্রতিশ্রুতি বাবুল সুপ্রিয় ও সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া দিয়েছেন,তা পালন করতে হবে তাঁদের। কিন্তু হার হল কেন তৃণমূলের? তবে কি অন্তর্ঘাত?এনিয়ে মেয়রের বক্তব্য,কেউ অন্তর্ঘাত করেননি।বিজেপি টাকা ছড়িয়ে ভোট করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584