বিজেপি কিষান মোর্চার তরফে এডিও অফিসে স্মারকলিপি প্রদান

0
36

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

bjp kisan morcha workers submitted Memorandum to ado office | newsfront.co
নিজস্ব চিত্র

আজ বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে ৬ দফা দাবিপত্রের একটি স্মারকলিপি প্রদান করা হয় এডিও অফিসে। আজ দুপুর ২ টা নাগাদ ২৫ নং জিপির কিষান মোর্চার মণ্ডল সভাপতি রামকৃষ্ণ দাসের নেতৃত্বে একটি বিশাল মিছিল এডিও অফিসে জমা হয়ে আধিকারিক প্রবোধ মণ্ডলের হাতে তাদের দাবিপত্র তুলে দেন।

আরও পড়ুনঃ জলঙ্গীতে নিষিদ্ধ কাশির সিরাপ-সহ গ্রেফতার ১

জেলা কিষান মোর্চার সাধারণ সম্পাদক জিবেশ বিশ্বাস জানান, স্মারকলিপির দাবি দাওয়ার মধ্যে– নিরপেক্ষ ভাবে কৃষকদের কিষান ক্রেডিট কার্ড প্রদান করা, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত দামে চাষীদের কাছ থেকে ধান ক্রয়, সঠিক সময়ে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের চেক দেওয়া ছাড়াও আরও কিছু দাবি ছিল। এ দিনের স্মারকলিপি প্রদান কালে প্রচুর কৃষকের জমায়েত লক্ষ্য করা যায়।

আধিকারিক প্রবোধ মণ্ডল বলেন, কৃষকদের দাবিদাওয়া খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন মতো কাজ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here