সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে মাঠে নামল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন

0
69

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

officers | newsfront.co
নিজস্ব চিত্র

জেলায় মিশন নির্মল বাংলার শৌচালয় তৈরির কাজ এবং বাংলা আবাস যোজনার পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামল প্রশাসন। জেলায় এই কাজের স্বচ্ছ পরিস্থিতি সামনে আনতে এক বিজ্ঞপ্তি জারি করেছে জেলা পরিষদ।

যার মাধ্যমে জেলাশাসক সহ মোট ৬৪ জন পদস্থ আধিকারিকদের নেট পরিদর্শন কমিটি করা হয়েছে। প্রতিটি ব্লকে কমিটির সদস্যরা ঘুরে ঘুরে মিশন নির্মল বাংলার শৌচালয় তৈরির পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং একই সাথে বাংলা আবাস যোজনায় উপভোক্তারা কতটা সুবিধা পেয়েছে তার বিবরণ তুলে ধরবেন।

officer | newsfront.co
উপভোক্তাদের সাথে কথা বলছেন আধিকারিকরা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গরু পাচারের বিরুদ্ধে কলকাতা থেকে রায়পুর তল্লাশি চালাচ্ছে সিবিআই

মঙ্গলবার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় এসব প্রকল্পের কাজ খতিয়ে দেখেন জেলাশাসক সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। উপভোক্তাদের সাথে সরাসরি কথা বলে রিপোর্ট তৈরি করা হয়।

জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, সাধারণ উপভোক্তারা যাতে কোনভাবেই বঞ্চিত না হন সেইদিকে তিনি নজর রাখবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here