পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা

0
33

সুদীপ পাল,বর্ধমানঃ

পুরসভার বিক্ষোভ অভিযানে গিয়ে পুলিশের উপরে হামলা ঘটনায় জড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হল বিজেপির যুব মোর্চার জেলা সভাপতিকে। আসানসোল বাসস্ট্যান্ড থেকে অরিজিৎ রায় নামে ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই দাবি করছেন, মিথ্যে মামলা সাজানো হয়েছে।

arrested bjp leader | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

উল্লেখ্য, কাটমানি ফেরত সহ নানা দাবিতে গত ৫ জুলাই আসানসোল পুরসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা। পুরসভা কর্তৃপক্ষ পুরসভা চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করেছিল সেদিনই। দুই দলের কর্মী-সমর্থকরা এক জায়গায় জড়ো হয়েছিলেন। দু’দলের মধ্যে যাতে কোনো গন্ডগোল না বাঁধে সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল। পুরসভার প্রায় ৫০ মিটার আগে পুলিশ ব্যারিকেড করেছিল।

ব্যারিকেড মিছিলে আটকানোর পরেই পুলিশের দিকে ইঁটপাটকেল ছোঁড়া শুরু হয় এবং গুলিও ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরদিন বিজেপির নয় যুব কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, এতদিন ধরে অভিযুক্ত যুব মোর্চার জেলা সভাপতিকে খোঁজ তল্লাশি করা হচ্ছিল। অবশেষে আসানসোলের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এসিপি (সেন্ট্রাল) স্বপন দত্ত জানান, সরকারি সম্পত্তির ক্ষতি, কর্তব্যরত পুলিশ আধিকারিক ও কর্মীদের উপর হামলা, জাতীয় সড়ক অবরোধ আইনের ধারায় মামলা করা হয়েছে।

আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন, বিজেপির কোন কর্মসূচি থাকলেই তৃণমূল রক্তদান শিবির করে। তৃণমূল বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায় বলে তিনি অভিযোগ করেন।

লক্ষণবাবুর অভিযোগ, ঘটনার দিন তৃণমূল কর্মীরা পুলিশের সাহায্যে কোন প্ররোচনা ছাড়াই যুব কর্মীদের ওপর হামলা করেছে।

আরও পড়ুনঃ ছেড়ুয়ায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে জ্বললো বাড়ি

আসানসোলের মেয়র তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলছেন, বিজেপির যুব কর্মীরা ইটপাটকেল নিয়ে এসেছিল। হাতে ইট নিয়ে স্মারকলিপি দিতে আসেন কি কেউ বলে তিনি প্রশ্ন তুলছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here