জামিন নিতে প্রথমবার আদালত মুখো হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা

0
101

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

গতবছর ২৪শে নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুমন্তব্য করেছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল

BJP Leader Agnimitra Paul | newsfront.co
দলীয় কর্মীদের সাথে তমলুক আদালতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। নিজস্ব চিত্র

এরপর ওই মন্তব্যের কারণে তমলুক পুরসভার এক তৃণমূল কর্মী তমলুক কোর্টে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তমলুক আদালতে জামিনের জন্য আসেন তিনি।

Agnitra Paul | newsfront.co
অগ্নিমিত্রা পল। নিজস্ব চিত্র

তমলুক কোর্টের বিচারপতি ৫০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেন অগ্নিমিত্রা পল’কে। এদিন আদালতের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বাংলার মহিলাদের স্বার্থেই একথা বলেছিলাম।”

আরও পড়ুনঃ টিকিট না পেয়ে কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ কংগ্রেস নেত্রীর

পাশাপাশি তিনি আরও বলেন, “তবে যেভাবেই হোক যে কারণেই হোক, তমলুকের বিজেপি কার্যকর্তাদের সাথে দেখা হল এটা একটা আনন্দের বিষয়। তবে এই প্রথমবার আমি আদালতে এলাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here