প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা

0
168

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মঙ্গলবার বাগদেবীর আরাধনার সন্ধ্যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

Prasenjit Chatterjee | newsfront.co

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে নিজের লেখা বই ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ তিনি উপহার দেন তিনি টলিউডের ফার্স্ট ম্যানকে। এদিন সন্ধ্যায় দুজনেই ছিলেন বেশ খোশমেজাজে।

Prosenjit Chatterjee | newsfront.co

আর স্বভাবতই এই ঘটনার পর জল্পনা তুঙ্গে৷ তাহলে কি এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন ইন্ডাস্ট্রির বুম্বা’দাও? যদিও বিজেপির এক শীর্ষনেতার দাবি, নেহাতই সৌজন্য সাক্ষাতের জন্য প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন অনির্বাণ। এর সঙ্গে কোনও রাজনৈতিক রসদ না খোঁজাই ভাল৷

Prosenjit with BJP Leader | newsfront.co

প্রসঙ্গত, অভিনেতার বাড়িতে মহাসমারোহে বাগদেবীর আরাধনা করা হয়। হাজির থাকেন টলি ইন্ডাস্ট্রির মহারথীরা। ফলে অন্য ক্ষেত্রের যে কোনও মান্যিগন্যি ব্যক্তিও সেখানে হাজির থাকতে পারেন তা অস্বাভাবিক নয়।

আরও পড়ুনঃ টিম ‘কলকাতার হ্যারি’র অনন্য উদ্যোগ

তবে, সেই ‘সৌজন্য সাক্ষাৎ’ নিয়ে প্রসেনজিতের কোনও প্রতিক্রিয়া নেই। ফলে গুঞ্জনের ঘনত্ব ক্রমশ বাড়ছে। তা ছাড়া কথায় আছে, “নীরবতা সম্মতির লক্ষণ।” তা হলে কি সত্যিই পদ্মে মজেছেন টলিউডের বেতাজ বাদশা? সময় দেবে উত্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here